নিজস্ব প্রতিবেদকঃ প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে পাঁচবার। যেখানে ৪ হারের বিপরীতে নেদারল্যান্ডসের জয় একটিতে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের পরবর্তী দুই ম্যাচও হবে সিলেটে, একই সময়ে।
সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডস দলের প্রধান কোচ রায়ান কুক জানালেন, বাংলাদেশের বিপক্ষে জেতার আত্মবিশ্বাস আছে দলের মাঝে। বাংলাদেশের দূর্বলতাকেও কাজে লাগাতে চান কুক। তিনি বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে, জিততে পারে। সম্প্রতি তারা (বাংলাদেশ) ভালো ক্রিকেট খেলছে। কিন্তু ওই সিরিজগুলো এটাও দেখিয়েছে তাদেরও দূর্বলতা আছে। আমরা এখানে ভালো একটা আত্মবিশ্বাস নিয়েই এসেছি যে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা জানি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আমাদেরকে চ্যালেঞ্জ জানাবে।’
নেদারল্যান্ডস বড় ইভেন্টে বড় দলকে বহুবার হারিয়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা। এর বাইরেও আছে দারুণ কিছু সাফল্য। বাংলাদেশ সিরিজটা ডাচদের জন্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। আর কাঙ্ক্ষিত এই সিরিজ শুরুর আগে নিজেদের জায়ান্ট কিলার তকমা নিয়ে কুক বলেছেন, ‘আমরা এই কালচারে আসতে অনেক ইনটেনশন ছিল। অনেক কিছু ভাবতে হয়েছে। সবাইকে একসাথে আনতে হয়েছে। সবাই দলের জন্য লড়াই করে যাচ্ছে। এটা অনেক বড় ফ্যাক্টর। যে কারণে দল সফল হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০