নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে এক ম্যাচের টেস্ট সিরিজে।
এর আগে ডানহাতি ব্যাটার লিটন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন টি-টোয়েন্ট ও ওয়ানডেতে। এবার মর্যাদা সাদা পোশাকের ক্রিকেটে দেশের ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামবেন তিনি। বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হবেন এই তারকা ব্যাটার।
বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম অধিনায়ক নাইমুর রহমান। এরপর খালেদ মাসুদ, খালেদ মাহমুদরা সামলেছেন অধিনায়কের গুরুদায়িত্ব। হাবিবুল বাশার-মোহাম্মদ আশরাফুলদের কাঁধ ঘুরে সেটি এখন লিটনের কাছে। মূলত নিয়মিত অধিনায়ক সাকিব ইনজুরি হওয়ায় মর্যাদা টেস্ট ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন তিনি।
এদিকে রোববার ঘোষিত আফগানদের বিপক্ষে টেস্ট দলে রয়েছে চমক। ডাক পেয়েছেন নতুন দুই মুখ। তারা হলেন তরুণ শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পারফর্ম্যান্স করার পুরষ্কার পেয়েছেন দুজনই।
এছাড়া সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দলে না থাকা জাকির হাসান ও তাসকিন আহমেদও ফিরেছেন। তবে বাদ পড়েছেন সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা। দুজনই মূলত চোট পাওয়াদের বদলি হিসেবে ছিলেন দলে। বাদ পড়লেন তারা ম্যাচ না খেলেই।
বাংলাদেশের টেস্ট অধিনায়কের তালিকা-
নাইমুর রহমান, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও মুমিনুল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post