স্পোর্টস ডেস্ক:: আইসিসি অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলো। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ দিলো স্কটল্যান্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি প্রত্যাখান করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, স্কটল্যান্ড খেলবে বাংলাদেশের জায়গায়।
গত কয়েক দিন থেকে আইসিসি ও বিসিবির মধ্যে নানা দেন দরবার হয়েছিলো। ২১ জানুয়ারি সভা করে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে একদিন সময় দিয়েছিলো। সঙ্গে জানিয়ে ছিলো খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। হ্যাঁ অথবা না জানাতে হবে বিসিবিকে।
এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের সঙ্গে বৈঠক করে আইসিসিকে পুনরায় স্বাধীন কমিটির মাধ্যমে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলো। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই আবেদন প্রত্যাখান করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের দাবি মানা হবে না। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































