স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পিসিবি আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশকে সমর্থন জানিয়ে। পিসিবির চিঠির পর বোর্ড সভা ডেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ইস্যু নিয়ে মঙ্গলবার আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটিকে লেখা চিঠিতে পিসিবি বলছে, প্রতিবেশী অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি।
ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে তারা জানিয়েছে, এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। ভারতে নিরাপত্তা শঙ্কা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোয় বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইসিসি আজ বুধবার বোর্ড সভা ডেকেছে।
ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসি ও বিসিবি বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করে পিসিবিও বিশ্বকাপে অংশ নেওয়া পুনর্বিবেচনা করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































