স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ভবিষ্যতে ম্যান অব দ্যা ম্যাচের সব পুরস্কারের টাকা এলাকার মানুষের জন্য দান করে দেবেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী ম্যাচে বাংলাদেশের এই পেসার ম্যাচ সেরা হওয়ার পর এমন ঘোষণা দিয়েছেন।
আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বল করেছেন শরিফুল। ১৩ রান খরচ করে শিকার করেছেন এক উইকেট। বাংলাদেশ ম্যাচ জিতেছে দুই উইকেটের ব্যবধানে। ম্যাচ সেরা হয়েছেন শরিফুল।
ম্যাচ সেরার পুরস্কার হিসেবে টাইগার পেয়েছেন আফগানি মুদ্রায় ৫০ হাজার আর্থিক পুরস্কার। এই টাকা তিনি তার এলাকার অসহায় মানুষের মাঝে দান করার ঘোষণা দেন। জানিয়েছেন, ভবিষ্যতেও যতবার ম্যান সেরা হবেন, টাকা তিনি দান করে দেবেন।
শরিফুল বলেন, ‘এখন থেকে যতবার ম্যান অব দ্যা ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































