স্পোর্টস ডেস্ক:: গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ছিলেন ভারতের অধিনায় সুনীল ছেত্রী। অবসরের আট মাসের মধ্যে ভারতীয় ফুটবল দলে ফেরানো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে খেলবেন তিনি।
সুনীল ছেত্রী গত বছরের ৬ জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ছিলেন। কুয়েতের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে ঘাষনা দিয়ে খেলে ছিলেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে এবার হামজা-জামালদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন তিনি।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে খেলার আগে ভারত মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সুনীল সেই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন। ১৯ মার্চ সেই ম্যাচটি হবে শিলংয়ে। এরপর বাংলাদেশের বিপক্ষ এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি হবে ২৫ মার্চ।
ভারতীয় ফুটবল সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সুনীল ছেত্রীর ফেরার বিষয়টি নিশ্চিত করে লিখেছে “সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক দলে ফিরছেন।”
এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরে ১৫০টি ম্যাচ খেলেছিলেন সুনীল। ৯৪টি গোলও করেছিলেন। ভারতীয় ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন সুনীল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































