স্পোর্টস ডেস্ক:: চুক্তির মেয়াদ ফুরানোর আগেই তাসকিন, মুস্তাফিজ-নাহিদ রানাদের বোলিং কোচ নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডমসকে বিদায় নিতে হলো। জাতীয় দলের বোলিং কোচের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দুই পক্ষের সমঝোতায় অ্যাডামসও চাকরি ইস্তফা দিতে রাজি হয়েছেন।
আন্দ্রে অ্যাডমসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি ছিলো আগামি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে দুই পক্ষের সমঝোতায় চুক্তি শেষ হয়েছে। তার বিদায়ে বিসিবি নতুন কোচও নিয়োগের পথে। অস্ট্রেলিয়ান সাবেক পেসার শন টেইটকে বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে দেখা যাবে।
আন্দ্রে অ্যাডমসের সঙ্গে বিদায়ের আনুষ্ঠানিকতাও সেরেছে বিসিবি। শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটার ও কোচিং স্টাফের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় এই কোচকে। ২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন আহমেদ–নাহিদ রানাদের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের অ্যাডামসকে নিয়োগ দেয় বোর্ড।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের সঙ্গে বিসিবি কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তিনি গত বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ক্রিকেট বোর্ড তখনি তার সাথে কথা বার্তা সেরে রাখে। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার অবসরের পর পাকিস্তান দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন। এবার আসছেন টাইগার বোলারদের দায়িত্ব নিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০