স্পোর্টস ডেস্ক:: আয়ারল্যান্ড গ্রুপ বদল করতে রাজি হলে বাংলাদেশ সহজেই বিশ্বকাপ খেলতে পারতো। তবে আইরিশরা রাজি না হওয়াতে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। আইসিসি ও আয়ারল্যান্ড বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখান করলে বিসিবি টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। পাকিস্তান, বাংলাদেশ একজোট হয়ে এর প্রতিবাদ জানিয়েছে। বিশ্ব ক্রিকেটের সাবেক তারকারাও আইসিসির এমন কাণ্ডের প্রতিবাদ করছেন।
এবার জানা গেলো আয়ারল্যান্ড কেন গ্রুপ বদল করেনি? আইরিশদের কোচ গ্রুপ না বদলের কারণ ব্যাখা দিয়েছেন। বর্তমানে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ারল্যান্ডের হেড কোচ হাইনরিখ মালান ভেন্যু না বদলের কারণ জানাতে গিয়ে বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা তৈরি করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। ম্যাচের অবস্থা, কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার সক্ষমতা গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি। আমাদের গেম প্ল্যানগুলো আরও শক্তিশালী করার মাধ্যমে খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেওয়াই শ্রীলঙ্কা সফরের আগে আমাদের প্রধান লক্ষ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































