স্পোর্টস ডেস্ক:: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে আসতে চাইছে না ভারতীয় দল। আগামি আগস্টে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ভারত আসার কথা ভারতীয় দলের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দল নাও পাঠাতে পারে।
ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, পহেলগ্রামে জঙ্গী হামলার পর ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় আসন্ন বাংলাদেশ সফর বাতিল করার চিন্তা ভাবনা করছে বিসিসিআই।
ভারতীয় দল এমনিতে খুব একটা দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না বাংলাদেশের সাথে। এমন অবস্থায় ঢাকায় এসে তাদের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার খবরে উচ্ছ্বসিত হয়ে ছিলেন টাইগার সমর্থকেরা। তাদের প্রত্যাশা ছিলো চির প্রতিদ্বন্ধ্বী ভারতের সাথে ঘরের মাঠে লড়াই উপভোগের। কিন্তুু বিসিসিআই ভারত-পাকিস্তান ইস্যূতে বাংলাদেশকেও জড়িয়ে নিচ্ছে।
‘টাইমস অব ইন্ডিয়া’ বিসিসিআই’র সূত্রের বরাত দিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের এমন ভাবনার কথা জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ নিয়ে অবশ্য এখনো কিছু বলেনি। বিসিবির আশা, যথা সময়েই ভারত সিরিজ আয়োজনের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০