স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বেশ কয়েকদিন থেকেই গুঞ্জন বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও বয়কট করবে বিশ্বকাপ। এবার পাকিস্তানে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন পিসিবির সভাপতি মহসিন নাকভী।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী আজ শনিবার লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় করছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি বজায় রাখতে পারেন না। যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অন্য দেশের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করা হয়।’
‘সে কারণেই আমরা এই অবস্থান নিয়েছি, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত। তারা ক্রিকেটের অন্যতম প্রধান অংশীদার এবং এই অন্যায় কোনোভাবেই করা উচিত নয়’, যোগ করেন মহসিন নাকভি।
বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তান খেলবে কিনা পুনরায় বিবেচনা করবে ইঙ্গিত করে তিনি বলে‘আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছি।’ এর সঙ্গে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি প্রত্যাখান করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, স্কটল্যান্ড খেলবে বাংলাদেশের জায়গায়। গত কয়েক দিন থেকে আইসিসি ও বিসিবির মধ্যে নানা দেন দরবার হয়েছিলো। ২১ জানুয়ারি সভা করে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে একদিন সময় দিয়েছিলো। সঙ্গে জানিয়ে ছিলো খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। হ্যাঁ অথবা না জানাতে হবে বিসিবিকে।
এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের সঙ্গে বৈঠক করে আইসিসিকে পুনরায় স্বাধীন কমিটির মাধ্যমে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলো। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই আবেদন প্রত্যাখান করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের দাবি মানা হবে না। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































