স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ সফরে টেস্ট সিরিজের আগে দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট। শুরুতে ঘোষিত দলে জায়গা না হলেও সতীর্থের চোটে সুযোগ পেলেন ৩৭ বছর বয়সী নেইল ওয়েগনার। চোটের কারণে ছিটকে গেছেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ড ক্রিকেট বিবৃতি দিয়ে হেনরির জায়গায় ওয়েগনারকে দলে অন্তর্ভুক্ত করার কথা জানায়।
আগামী ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এই সিরিজের আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন হেনরি। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, ‘টেস্টের আগে হেনরি পর্যাপ্ত ঠিক হয়নি। স্ক্যান করে আমরা দেখেছি, তার ঠিক হতে আরও সময় লাগবে। ফলে এই টেস্ট সিরিজে তাকে রাখা সম্ভব হচ্ছে না।’
বাংলাদেশ সফরের দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন বিশ্বকাপে। টুর্নামেন্টের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখন দুবাইয়ে রিকভারি চলছে তাদের। আগামী সপ্তাহে তারা সিলেটে আসবে। দলের বাকিরা বাংলাদেশে আসবে আগামী মঙ্গলবার। সিলেটে প্রথম টেস্ট ম্যাচ শেষে ৬ ডিসেম্বর থেকে ঢাকায় হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি। ফিরতি সিরিজ খেলতে ডিসেম্বরেই নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। অবশ্য সাদা বলের সিরিজ হবে সেখানে।
নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং, নিল ওয়েগনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post