নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪৪ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। পুরো দিন জুড়েই বল হাতে বেশ ভালো করেছেন বাংলাদেশের তিন স্পিনার- তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং মেহেদী হাসান মিরাজ। শেষ বিকেলে হাত ঘুরাতে এসে উইকেট তুলে নিয়েছেন স্পিনার মুমিনুল হকও। নিয়ন্ত্রিত লাইন লেংথে বোলিং করায় কিউই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটা ছিল আরও বেশি। তাই তো বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করতে ভুল করেননি কেইন উইলিয়ামসন।
বাংলাদেশ স্পিনারদের দারুণ প্রশংসা করে উইলিয়ামসন বলেছেন, ‘তারা সিলেটের মতো কন্ডিশনে খেলতে অনেক শিক্ষা দিয়েছেন আমাদের। পিচ কিছুটা বদলেছে। আমরা সেটি প্রত্যাশা করছিলাম। আমাদের ব্যাটিং ও বোলিংয়ে মানিয়ে নিতে হবে। (আগামীকাল) সকালে কাজ বাকি, এরপর বল হাতে পাব।’
উইলিয়ামসন আরও বলেন, ‘এই কন্ডিশনের সঙ্গে তারা বেশ পরিচিত। তারা সবাই অ্যাকুরেট ছিল। তারা একেকজন একেক ধরনের চ্যালেঞ্জ দিচ্ছিলো। তারা সবাই আজকে দুর্দান্ত ছিল। তারা আমাদের অনেক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্বের এই অংশে খেলার জন্য তারা অনেক কিছু শিখিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post