স্পোর্টস ডেস্ক:: ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কোনোটিতেই খেলছেন না বিরাট কোহলি। শুরুতে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও এবার তিনি বাকী তিন ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী তিন টেস্টও খেলবেন না বিরাট কোহলি। ভারতীয় বোর্ডের নির্বাচকদের সঙ্গে বৈঠক করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিরাট কোহলি কি কারণে পুরো সিরিজ মিস করছেন সেটি অবশ্য প্রকাশ করেননি। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন।
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, কোহলির সিদ্ধান্তকে বোর্ড সম্মান জানায়। এই সমযে কোহলিকে সব ধরনের সমর্থন দিচ্ছে বোর্ড। কোহলি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের যোগাযোগ করেছেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে তৃতীয় ম্যাচ। এর আগের দু্টি ম্যাচে ১-১ সময় শেষ করেছে ভারত-ইংল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post