স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বাজবলকে চ্যালেঞ্জ করে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয়। গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে রোমাঞ্চকর ২ উইকেটের জয় পেয়েছে অজিরা। জয়ের নায়ক ওপেনার উসমান খাজা। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স দারুণ এক জুটি গড়েন নাথান লায়নকে নিয়ে। তাতে ২ উইকেটের জয় পায় তাঁর দল। ৫ ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে যায় সফরকারীরা।
এবারের অ্যাশেজের আগে ইংল্যান্ডের বাজবল স্টাইলকে নিয়ে প্রচুর কথা হয়েছে। ব্রেন্ডন ম্যাককলামের এই ঘরানার ক্রিকেটকে চ্যালেঞ্জই করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররাও বারবার বলেছেন, তারা বাজবল স্টাইলের বিপরীতে খেলতে প্রস্তুত। আর সেই চ্যালেঞ্জ দিয়েই ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের হারিয়েছে কামিন্স বাহিনী। তবে হারলেও খুশি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
এজবাস্টনের গ্যালারি পাঁচদিনই ছিল দর্শকে পূর্ণ। এমন দর্শকদের বাজবল ক্রিকেটের আনন্দ দিতে পেরে খুশি স্টোকস। হারের পর এই অলরাউন্ডার বলেন, ‘টেস্টটাকে পঞ্চম দিনের শেষ পর্যন্ত এই অবস্থায় নিয়ে যেতে পেরে আমরা গর্বিত। অনেক ধরনের আবেগের মধ্য দিয়ে গেছি আমরা, অনেক উত্থান-পতনের মধ্য দিয়েও। এটা আমাদের খেলা এমন আরও একটা টেস্ট, যা আমরা কখনো ভুলব না। আমরা এটাই করতে চাই, দর্শকদের খেলা দেখার জন্য সিট আঁকড়ে বসিয়ে রাখতে চাই। আশা করি, অ্যাশেজে পরের চারটা টেস্টের জন্য আমরা কিছু মানুষের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post