স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রয়োজন ৭ কোটি টাকা। ফিফা ও এএফসি থেকে আসবে তিন কোটি টাকার মতো। বাফুফের ঘাটতি থেকে যায় ৪ কোটি টাকা। এই টাকা চেয়ে সরকারকে চিঠি দেব বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
শনিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্টিত হয়েছে। সভায় চলতি মৌসুমে জাতীয় দল, নারী দল ও বয়স ভিত্তিক দল মিলিয়ে বাফুফে ১৪টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব টুর্নামেন্টে অংশ নিতে লাগবে প্রায় ৭ কোটি টাকার মতো।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি থেকে বাফুফে অনুদান বাবদ পাবে ৩ কোটি টাকা। বাকী ৪ কোটি টাকা নিয়ে চিন্তায় পড়ে গেছে ফেডারেশন। জরুরী মিটি শেষে ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানিয়েছেন এসব তথ্য।
সরকারের কাছে অর্থ বরাদ্ধ চেয়ে চিঠি দেওয়া হবে জানিয়ে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে পুরো বিষয়টি জানিয়ে চিঠি দিব। আমাদের ঘাটতি চার কোটি টাকার বাজেটের কথা বলবো। সেখান থেকে যদি সহযোগিতা পাই। পাশাপাশি স্পন্সরদের কাছ থেকেও সংগ্রহ করার চেষ্টা করবো। মন্ত্রণালয়ের কাছে চেয়ে দেখি তারা কী বলেন। যদি তারা না দেন, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেবো। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post