স্পোর্টস ডেস্ক:: চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম জিতলেন বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকার করে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছে রানার্সআপ দলটির এই পেসার।
বিপিএলে বিসিবির ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শরিফুল। ম্যাচ হাতে একের পর এক উইকেট শিকার করেন। প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে উঠেন তিনি। বল হাতে দুর্দান্ত হয়ে উঠা শরিফুল শিকার করেন ২৬টি উইকেট। ব্যাট হাতে করেন ২৩ রান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে রাজশাহী ওয়ারিওয়ার্স হারিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। শিরোপার লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী। তানজীদ তামিমের সেঞ্চুরিতে বিপিএল শিরোপা উঠলো রাজশাহীর হাতে। চার উইকেটে রাজশাহীর করা ১৭৪ রান টপকাতে পারেনি বন্দরনগরীর দলটি।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় চট্টগ্রাম রয়্যালসকে হারতে হয় ৬৩ রানে। মেহদী হাসানের দল ১৭.৫ ওভারে মাত্র ১১১ রান তুলতেই গুটিয়ে যায়। বিপিএলের সেরা ফিল্ডার হয়েছেন লিটন কুমার দাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































