স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলতে ঢাকায় এলেন প্রোটিয়া আরেক ক্রিকেটার। রংপুর রাইডার্স দলে নিয়েছে প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহিরকে। শনিবার সকালেই তিনি ঢাকায় এসেছেন।
বিপিএলে বিদেশীদের যাওয়া আসা চলছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটির ক্রিকেটাররা বিপিএল ছেড়ে ফিরে যাচ্ছেন। শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজের জন্য দেশ দু’টির ক্রিকেটাররা যাচ্ছেন।
ফলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন নতুন বিদেশী ক্রিকেটার দলে নিচ্ছে। রংপুর রাইডার্স এবার দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য ইমরান তাহির বেশ গুরুত্বপূর্ণ। ৩৯১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৪৮৭ উইকেট। ওভারপ্রতি ৬.৯৫ গড়ে রান দিয়েছেন ইমরান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post