নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ দিকে এক ঝাঁক তারকারা এসেছিল আসর মাতাতে। তবে তাদের মধ্যে ছিলেন ইংল্যান্ডের টম ব্যান্টন ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছিলেন তারা। তবে দুজনকেই এবার ছাড়তে হচ্ছে বিপিএল।
চোটের কারণেই ব্যান্টন ও মহারাজ বিপিএল ছেড়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। মহারাজ ভুগছেন আঙ্গুলের চোটে। আর ব্যান্টনের সমস্যা কুঁচকিতে। দুজনকে তাই আর পাচ্ছে না বরিশাল। যা কিনা দলটির জন্য বড় দুঃসংবাদই। যদিও এখন অব্দি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
বিপিএলে মহারাজ ৩ ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেছেন। অপরদিকে ব্যান্টন একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র। আর সেখানে ২৪ বলে ২৬ রান করেছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষিত ক্রিকেটারদের না পাওয়া, বরিশালের জন্য সমস্যার কারণ হতে পারে। যদিও ডেভিড মিলারের মতো তারকা ও ভিন্ন বিদেশিদের নিয়ে আলোচনা চলছে বরিশালের ঢেরায়। তারা যোগ দিতে পারেন দলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post