স্পোর্টস ডেস্ক:: শেষের পথে বিপিএল। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম হয়ে ঢাকায় শেষ পর্বের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। শুক্রবার প্রথম পর্বের শেষ দু’টি ম্যাচ হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
হোম অব ক্রিকেটে এরপর দু’টি কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে সাত দলের বিপিএলের। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল নামবে প্লে-অফের লড়াইয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের প্লে-অফ রাউন্ডের টিকিটের মূল্য প্রকাশ করেছে। এবার ফাইনালকে ঘিরে টিকিটের দাম বাড়ায়নি ক্রিকেট বোর্ড। আগের দামেই টিকিট কিনতে পারবেন সমর্থকেরা। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া, ক্লাব হাউজ ৮০০ টাকায় এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।
স্বশরীরে ও অনলাইনে দুভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post