নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে একের পর এক তারকা আসছেন আর যাচ্ছেন। এবার বিপিএল মাতাতে আসলেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। দুজনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাতাবেন আসর।
তাদের বাংলাদেশে আসার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।
এবারের বিপিএল শুরুর আগেই তারকায় ভরপুর বিদেশিদের নিয়ে দল গড়েছিল কুমিল্লা। তবে টুর্নামেন্ট শুরুর সময় পরিবর্তন হওয়ায়, এই বিদেশি ক্রিকেটার নিয়ে বেশ ভুগেছে দলটি। তবে যত সময় গড়িয়েছে তত পাল্লা দিয়ে শক্তি বেড়েছে ফ্র্যাঞ্চাইজিটির। এবার সেই শক্তি বেড়ে গেল অনেক গুণ।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি মাতানো আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের মতো ক্রিকেটার এসেছেন বিপিএল মাতাতে কুমিল্লার হয়ে। চট্টগ্রামে দলের সাথে যোগ দিয়েছেন তারা। এবারই প্রথম নয়, অতীতে একাধিকবার কুমিল্লার হয়ে রাসেল-নারাইনরা বিপিএল মাতিয়েছেন। দলকে শিরোপা জেতাতেও বেশ দারুণ ভূমিকা রেখেছেন।
এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে বিপিএলে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির প্লে-অফ প্রায় নিশ্চিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা































Discussion about this post