স্পোর্টস ডেস্ক:: দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। আইসিসি সূচি প্রকাশ করেছে। শুরু হয়েছে কাউন্টডাউণও। বিশ্বকাপে কারা ফেবারিট? কারা শেষ চারে খেলবেন নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কেউ কেউ শেষ চার দলের নামও বলে ফেলছেন।
২০২৩ বিশ্বকাপে আয়োজক হিসেবে যেমন ভারত ফেবারিট, মাঠের লড়াইয়েও তাই। এর আগে ২০১১ বিশ্বকাপ জিতেছিলো দেশটি। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা যৌথ ভাবে সে বিশ্বকাপের আয়োজক ছিলো। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বলছেন, সেবার তারা শিরোপা জিতেছিলেন শচীন টেন্ডুলকারের জন্য।
এবার ২০২৩ বিশ্বকাপ ভারত জিতবে বিরাট কোহলির জন্য। বীরেন্দর শেবাগ সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০১১ সালে শচীনের জন্য বিশ্বকাপ জিতেছি। ভেবেছিলাম বিশ্বকাপ জিতলে শচীনের জন্য সেটা হবে মহান বিদায়ী উপহার। বিরাট কোহলিও একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এখন সবার উচিত তার জন্য বিশ্বকাপ জেতা। কারণ, কোহলি সবসময় মাঠে শতভাগের চেয়ে বেশি দিয়ে থাকে।’
আইসিসি মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চের পর্দা নামবে ১৯ নভেম্বর। ৪৬ দিনের ৪৮ ম্যাচের বিশ্বকাপে অংশ নিবে ১০ দল। সাবেক এই ক্রিকেটার সেরা চার দলের নাম জানিয়েছেন। তার মতে এই চার দলই খেলবে সেমিফাইনাল। তিনি বলেন, ‘যদি চার সেমিফাইনালিস্ট বেছে নেন তাহলে দলগুলো হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post