স্পোর্টস ডেস্কঃ চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ থেকে। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বেন স্টোকসের ইংল্যান্ড। অপরদিকে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।
এই ম্যাচের একাদশে নাম লিখিয়েই নতুন এক কীর্তি গড়েছেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার, ইতিহাসের প্রথম বোলার হিসেবে নতুন এক মাইলফলকে নাম লিখিয়েছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে একটি দলের টানা ১০০ ম্যাচ খেলা প্রথম এবং একমাত্র ক্রিকেটার এখন লায়ন।
বুধবার অ্যাশেজের দ্বিতীয় টেস্টে টসের পরই নতুন ইতিহাসে নাম লেখান লায়ন। অস্ট্রেলিয়ার হয়ে এই টানা একশ টেস্ট খেলার সময়ের মাঝে কোনো বিরতি নেননি। কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এমন কীর্তি আর কেউ করতে পারেননি।
যদিও কোনো বিরতি ছাড়া একটি দলের হয়ে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুকের। এই কিংবদন্তী বিরতিহীন ইংল্যান্ডের হয়ে টানা ১৫৯ টেস্ট ম্যাচে খেলে সবার উপরে রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post