স্পোর্টস ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আয়োজক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেখানে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে।
৬টি আলাদা ভেন্যুতে বিশ্বকাপে নিজেদের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপে নিজেদের ম্যাচের সূচি চূড়ান্ত হওয়া নিয়ে আইসিসির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসের কথা।
ওয়ানডেতে বড় আসরে নিজেদের অতীতের পারফর্ম্যান্স, এছাড়া দলের ওয়ানডে সুপার লিগের পারফর্ম্যান্স বাংলাদেশ দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলে মনে করেন তামিম। অভিজ্ঞতা-প্রতিভার পাশাপাশি বিশ্বকাপে খেলতে যাওয়া কন্ডিশনও দলের জন্য বাড়তি সুবিধা বলে মনে করেন টাইগার অধিনায়ক। তবে কোনো প্রতিপক্ষ বা ম্যাচকে সহজভাবে নিচ্ছে না যে দল, সেটিও জানিয়েছেন। কথা বলেছেন ওয়ানডে বিশ্বকাপ নিয়েও।
তামিম বলেন, ‘যে দল নিয়ে আমরা বিশ্বকাপে যাব, তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা শীর্ষ পর্যায়ে পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগে) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিলে ভালো একটি দল, কন্ডিশনও চেনা।’
সব প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে তামিম বলেন, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দিবে না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’
ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের সাথে আরও কিছুর তুলনা হয় না। কারণ সাদা বলের ক্রিকেটে এটিই সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। যা প্রতিনিয়ত আপনার খেলার প্রতি সচেতনতা এবং স্নায়ুচাপের পরীক্ষা নেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post