স্পোর্টস ডেস্ক:: আগামি ওয়ানডে বিশ্বকাপ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপে তার দল ভালো করবে, ভালো করার সব রসদই আছে মনে করেন টাইগার দলপতি। বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি ক্রিকেট পালে বিশ্বকাপের হাওয়া লাগিয়েছে।
মঙ্গলবার আইসিসি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। ভারতে ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপ শেষ হবে ১৯ নভেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। এবারের বাংলাদেশ দল ইতিহাসের সেরা দল বলছেন অনেকেই। অভিজ্ঞতায় ভরপুর সাকিব, তামিম, মুশফিকদের সঙ্গী হয়েছেন একঝাঁক নতুন তারকা। তাওহীদ হৃদয়, শান্ত, লিটনরা আছেন দুর্দান্ত ফর্মে।
অনেকের চোখেই এবার ফেবারিট বাংলাদেশও। টাইগার অধিনায়কও জানিয়েছেন, তরুণ এবং সিনিয়রদের সমন্বয়ে দারুণ এক দল বাংলাদেশ। ভারতের চেনা কন্ডিশানে দারুণ কিছু করার অপেক্ষায় লাল-সবুজের দলপতি।
দলে অভিজ্ঞতা এবং প্রতিভার মিশেল আছে জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও নেতৃত্বস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা।’
ভারতে বাংলাদেশ সমর্থন পায় জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘ভারতে খেলা সবসময়ই উপভোগ্য। দুর্দান্ত দর্শক ও দারুণ সব স্টেডিয়াম। সেখানকার ক্রিকেটপ্রেমীদেরও খেলাটি নিয়ে জানাশোনা ভালো। আমরা যখনই সেখানে গিয়েছি, দারুণ সমর্থন পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post