স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা বাড়ায় প্রাইজমানিতেও এসেছে বড় পরিবর্তন। অংশগ্রহণকারী দলগুলোর জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই আসরে। ২৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৫৫টি। ফাইনাল হবে ২৯ জুন।
চলতি আসরের জন্য থাকছে মোট ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি চার লাখ টাকার বেশি। চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭ লাখ টাকারও বেশি। রানার্সআপ দল প্রাইজমানি হিসেবে পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দলের প্রত্যেকে প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে।
চলমান এই বিশ্বকাপে দুর্ভাগ্যবশত বাংলাদেশ যদি কোনো ম্যাচ জিততে না পারে তাহলেও বড় অঙ্কের অর্থ পাবে। আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২ লাখ ২৫ হাজার ডলার করে পাবে। যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন ডলার খরচা হবে দলগুলোকে পুরস্কৃত করতে। যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি। গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি। এদিকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে দলগুলো (সেমিফাইনাল ও ফাইনাল বাদে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post