স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের হয়ে কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে ছিলেন। হৃদয় জিতে ছিলেন কোটি ফুটবল ভক্তের। পিএসজির তারকাকে তাই এবার দলে নিচ্ছে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। শিরোপার আধিপত্য ধরে রাখার মিশনে পেপ গার্দিওলা শক্তিশালী দলই গড়ছেন।
মরক্কোর হয়ে কাতার বিশ্বকাপ মাতানো আশরাফ হাকিমীকে তাই দলে নিচ্ছে সিটি। পিএসজিতে আছেন এই তারকা। ফরাসি জায়ান্টদের থেকে নিজেদের ঘরে তাদের নিচ্ছে সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে দলটিতে দেখা যাবে হাকিমিকে।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে মরক্কো। দলটির তারকা আশরাফ হাকিমিও নজর কাড়েন সমর্থকদের। এরপরই থেকে বড় বড় ক্লাবগুলোর চোখ পড়ে তার উপর। পিএসজির হয়ে খেলছিলেন, মৌসুম শেষেই তার সাথে যােগাযোগ শুরু করে সিটি।
পিএসজিতে হাকিমির চুক্তি আছে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। তবে ফরাসি ক্লাবটির সঙ্গেও যোগাযোগ করছে সিটি। ফলে তাকে ট্রেবল জয়ীতের জার্সিতে দেখা যেতে পারে। চুক্তির আগেই পিএসজি ছেড়ে দিতে পারে হাকিমিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post