স্পোর্টস ডেস্কঃ প্রকাশ হলো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। নিজেদের পরবর্তী ম্যাচও ধর্মশালায় খেলবে তামিম ইকবালের দল। প্রতিপক্ষ ইংল্যান্ড।
আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের আসরের। বিশ্বকাপের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। দশ দল নিয়ে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলেন বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়।
সূচি অনুযায়ী ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বাংলাদেশ যাবে চেন্নাইয়ে। ১৪ অক্টোবর সেখানে ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ ১৯ অক্টোবর পুনেতে। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই ২৪ অক্টোবর।
কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা দল। তিন দিন পর এখানেই লড়াই পাকিস্তানের বিপক্ষে। ৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে। এই পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে, ১২ নভেম্বর।
১০ দলের বিশ্বকাপে প্রতি দলের লিগ পর্বে আছে ৯ ম্যাচ। ৪৮ ম্যাচের বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আর বাছাই পর্বে সেরা হয়ে দু’দল অংশ নেবে মূল পর্বে।
বিশ্বকাপে বাংলাদেশের সূচি
· প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু |
· আফগানিস্তান | ৭ অক্টোবর | ধর্মশালা |
· ইংল্যান্ড | ১০ অক্টোবর | ধর্মশালা |
· নিউজিল্যান্ড | ১৪ অক্টোবর | চেন্নাই |
· ভারত | ১৯ অক্টোবর | পুনে |
· দক্ষিণ আফ্রিকা | ২৪ অক্টোবর | মুম্বাই |
· বাছাইপর্ব ১ | ২৮ অক্টোবর | কলকাতা |
· পাকিস্তান | ৩১ অক্টোবর | কলকাতা |
· বাছাইপর্ব ২ | ৬ নভেম্বর | দিল্লি |
· অস্ট্রেলিয়া | ১২ নভেম্বর | পুনে |
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post