স্পোর্টস ডেস্ক:: ভারতে অনুষ্টিত হতে যাওয়া আগামি ওয়ানডে বিশ্বকাপে তিনশো, সাড়ে তিনশোর বেশি রান হবে। বিশ্বকাপে ভালো খেলতে তাই বেশি রান করার মানষিকতা থাকতে হবে। বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, টাইগারদের প্রস্তুুতি বেশ ভালো হচ্ছে। দলের সবাই অভিজ্ঞ। এটাই সময়ের সেরা অভিজ্ঞ দল।
আফগানিস্তান সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল বুধবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে। প্রথম দিন সাংবাদিকদের সাথে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। জানিয়েছে বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা। দলের অবস্থাও। টাইগাররা দীর্ঘ দিন থেকে বিশ্বকাপের প্রস্তুুতি নিচ্ছে, এবারের বিশ্বকাপে ভালো কিছু হবে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ দল অভিজ্ঞতাপূর্ণ দল জানিয়ে মিরাজ বলেন ‘আপনি দেখেন যে, অনেক কিছু যে পরিবর্তন করতে হবে সেই রকম না। সবাই কিন্তু সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় শুধু উন্নতি করাটা। এটা মূলত কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছে। এবং দেখেন যে, দলের ভেতর বেশ অভিজ্ঞ খেলোয়াড় আছে। অনেক বিশ্বকাপ খেলা প্লেয়ার আছে। আমার কাছে মনে হয়, এটাই মনে হয় বাংলাদেশের বেশি অভিজ্ঞ খেলোয়াড়। ’
বিশ্বকাপের ‘অনেক বছর ধরে জাতীয় দলে খেলছে, আমরা যারা আছি, তারাও অনেক বছর ধরে খেলছি। প্রস্তুতি বলতে আপনি যে জিনিসটা বললেন, বিশ্বকাপে আমরা জানি ওখানে কীভাবে খেলা হয়। কী টেম্পারমেন্টে খেলা হয়, কী রানের ফ্লোতে খেলা হয়। ওই জিনিসগুলা নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের অভার কাম করার জন্য। বিশেষ করে আয়ারল্যান্ড সিরিজটা দেখেন, ৩০০ রান প্লাসের খেলা হয়েছে। বিশ্বকাপ কিন্তু বেশির ভাগ ম্যাচই এই রকম হবে। তিনশ-সাড়ে তিনশ প্লাস রান হবে। আমরা এই জিনিসগুলো কিভাবে অ্যাডাপ্ট করতে পারি একটা ম্যাচ না, কীভাবে কন্টিনিউ করতে পারি সব সময় আলোচনা, প্র্যাকটিস সেটাপ আলোচনা করছি। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post