স্পোর্টস ডেস্কঃ টানা তিন হারে ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়ে গেছে আয়ারল্যান্ডের। বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার কাছে ১৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে আইরিশরা। বুলাওয়ের কুইন্স পার্কে আগে ব্যাট করে ৩২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। দারুণ সেঞ্চুরি হাঁকান দলটির ওপেনার দিমুথ করুনারত্নে।
রান তাড়া করতে নেমে নুন্যতম লড়াইও করতে পারেননি আয়ারল্যান্ড। অলআউট হয়েছে মাত্র ১৯২ রানে। ফলে শ্রীলঙ্কা জিতেছে ১৩৩ রানের বিশাল ব্যবধানে। এই হারের ফলে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল আইরিশরা। অন্যদিকে সুপার সিক্স নিশ্চিত হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন লঙ্কানদের।
বড় লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড নিয়মিত বিরতিতে হারায় উইকেট। চল্লিশের ঘরে যেতে পারেননি কোনো ব্যাটার। ১ ছক্কা ও ৪টি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্পার। ত্রিশ স্পর্শ করেন আর কেবল হ্যারি টেক্টর, ১ ছক্কা ও ৩ চারে ৩৩। আইরিশদের গুঁড়িয়ে দেওয়ার কাজটি করেন মূলত লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৭৯ রানে ৫ উইকেট নেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা পাওয়ার প্লে-তে হারায় দুই ওপেনার পাথুন নিশাঙ্কা ও কুশল মেন্ডিসকে। এরপর তৃতীয় উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন করুনারত্নে ও সাদিরা সামারাবিক্রমা। চারে নামা সামারা ৮৬ বলে ৪ বাউন্ডারিতে ৮২ রান করে ফিরে যান। করুনারত্নে ১০৩ বলে খেলেন আটটি চারের মারে ১০৩ রানের ইনিংস।
পরে চারিথ আশালঙ্কা ৩৮ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৪২ রান করলে শ্রীলঙ্কা এক বল থাকতে ৩২৫ রানে অলআউট হয়। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ শিকার ধরেন মার্ক অ্যাডায়ার। তিন উইকেট নেন ব্যারি ম্যাককার্থি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post