স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি আসছেন এশিয়া সফরে। বিশ্ব ফুটবলের এই বড় তারকাকে নিয়েই এশিয়া সফরের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন করেছেন লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা অবশ্য ইতিমধ্যে দু’টি প্রীতি ম্যাচ খেলছে ঘরের মাঠে। চ্যাম্পিয়ন উদযাপনও করেছে আর্জেন্টাইনরা।
এবার প্রীতি ম্যাচ খেলতে এশিয়ায় আসছে দলটি। যদিও এই সফর বাংলাদেশে আয়োজনের কথা ছিলো। তবে স্টেডিয়াম প্রস্তুুত না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বজয়ী মেসিদের আয়োজক হতে পারেনি। ফলে চীন ও ইন্দোনেশিয়ায় সফর করবে মেসিরা।
আগামি ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে স্কালোনির দল। ১৯ জুন জাকার্তায় খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে দলে থাকছেন মেসি। বিশ্ব ফুটবলের মহাতারকাকে নিয়েই এশিয়া সফরে আসছে চ্যাম্পিয়নরা।
ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন লাউতারো মার্টিনেজ-পাওলো দিবালার মতো তারকারা। স্কালোনি যে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন তাতে ইনজুরির জন্য থাকতে পারেননি এই দুই তারকা ফুটবলার। দেশটির গণমাধ্যম জানাচ্ছে, দিবালা-মার্টিনেজ দু’জনেই ইনজুরিতে আছেন। তাদেরকে ফিট হতে যথেষ্ট সময় দিতে চায় আজেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
প্রাথমিক দলে ডাক পেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। নাপোলিকে সিরি আ’লিগ জেতানো এই তারকা নজড় কেড়েছেন লিওনেল স্কালোনির। আগামি মাসে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে এশিয়া সফরে আসবে আর্জেন্টিনা।
অ্যাঙ্কেলের চোটে পড়ায় দিবালা ও মার্টিনেজ নেই দলে। তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে পারবেন কিনা সেটি নিয়েও শঙ্কা আছে। কোচ স্কালোনি তাদেরকে সুস্থ হতে সময় দিচ্ছেন। যার কারণে প্রীতি দুই ম্যাচের স্কোয়াডে ডাকেননি।
বিশ্বকাপ জয়ী দলটিতে ফিরেছেন অনেকেই। লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা ও লুকাস ওকাম্পোসের সঙ্গে প্রথমবার দলে ডাক পেয়েছেন গোলরক্ষক ওয়ালতার বেনিতেজ।
২৭ সদস্যের আর্জেন্টিনা দল::
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।
মাঝমাঠ: লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।
আক্রমণভাগ: লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post