স্পোর্টস ডেস্কঃ ২০০৭ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন কোচ লালচাঁদ রাজপুত। সেই কোচকে এবার নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আনুষ্ঠানিকভাবে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে বিষয়টি।
রাজপুতকে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছে ইসিবি। ৬২ বছর বয়সী এই কোচ স্থলাভিষিক্ত হবেন অন্তর্বর্তীকালীন কোচ মুদাসসার নাজারের জায়গায়। কোচ হিসেবে রাজপুত বেশ অভিজ্ঞ। আর সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন আমিরাত দলে।
ভারত ছাড়াও আফগানিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় দলের কোচ ছিলেন রাজপুত। সবশেষে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর কাজ করেছেন জিম্বাবুয়ে দল নিয়ে। এবার নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। আর এই নিয়ে উচ্ছ্বসিতও তিনি।
আমিরাতের কোচ হয়ে রাজপুত বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত শক্তিশালী সহযোগী সদস্য দলগুলোর একটি হিসেবে উঠেছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দলটি ক্রিকেটাররা ভালো কিছু পারফরম্যান্স করেছে। এখনকার দলটি অসাধারণ প্রতিভায় সমৃদ্ধ। আমি তাদের সঙ্গে কাজ করতে এবং তাদের ক্রিকেট দক্ষতা আরও কাজে লাগাতে মুখিয়ে আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post