নিজস্ব প্রতিবেদকঃ এক মাস ১৪ দিন পর বিশ্বকাপের ৪৭তম ও শেষ ম্যাচ আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু হয়েছিল এবারের আসরে। শেষটাও হচ্ছে এখানে। রোববার দুপুর আড়াইটায় মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। দীর্ঘ ২০ বছর পর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি এই দুদল। এর আগে ২০০৩ সালে সবশেষ ফাইনালে দেখা হয়েছিল তাদের। সেবার ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল অজিরা।
ভারতের সামনে আজ বদলা নেওয়ার সুযোগ। সেই সাথে ২০১১ সালের পর আইসিসির কোনো ট্রফি জয়ের হাতছানি রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে। ফাইনালে টসে জিতেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। আগে বোলিং করবেন তাঁরা। ফাইনালে দু’দল তাদের একাদশে কোনো পরিবর্তন আনে নি। অর্থাৎ সেমিফাইনালের একাদশ নিয়েই আজ খেলছে তারা।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
Discussion about this post