স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে জাতীয় দলে অভিষেক হলো জয়লর্ড গাম্বির। রোববার থেকে শুরু হওয়া ভারত বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ে একাদশে জায়গা পেয়েছেন তিনি। ২০১৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের আশেপাশে থাকা এই ব্যাটার অবশেষে পেলেন সুযোগ।
রোববার নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিশ্বকাপ বাছাই অভিযান। দুপুর ১টায় শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ক্রেইগ অ্যারভিন। রোডেশিয়ানদের একাদশে আছেন সিকান্দার রাজা-রায়ান বার্লরা।
অভিষিক্ত জয়লর্ড জিম্বাবুয়ের বয়সভিত্তিক দল থেকে ওঠে আসা ক্রিকেটার। খেলেছেন দেশটির অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলে। এরপর ‘এ’ দলের হয়েও খেলেছেন। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচ খেলে করেছেন ২৪০০ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২ ম্যাচে করেন ৭৯৬ রান।
জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেইগ অ্যারভিন, ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ক্লাইভ মাদান্ডে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ, ভীম শারকি, রোহিত পাউডেল, কুশল মাল্লা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি ও সন্দীপ লামিছানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post