স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানের কাছে হেরে হোঁচট খেয়েছে আয়ারল্যান্ড। আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে আইরিশরা। রান তাড়ায় আইসিসির সহযোগী সদস্য দেশ ওমান ম্যাচ জিতে নিয়েছে ৫ উইকেটে। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথমবার ওয়ানডে খেলতে নেমেই জয়ের স্বাদ পেল মধ্যপ্রাচ্যের দেশটি।
বুলাওয়ের অ্যাথলেটিক মাঠে দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি ম্যাকব্রাইনের ব্যাটে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। দু’জন মিলে গড়েন ৫১ রানের জুটি। ব্যক্তিগত ২৩ স্টার্লিং ফিরলে ভাঙে ওপেনিং জুটি। এরপর ফিরেন আরেক ওপেনার ম্যাকব্রাইনও। তিনি করেন ২০ রান। দ্রুতই বিদায় নেন অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
এরপর হ্যারি টেক্টর ও লরকান টাকার মিলে প্রতিরোধ গড়েন। তবে টাকারকে ফিরে যেতে হয় ২৬ রানে। ডানহাতি এই ব্যাটারের বিদায়ের পর টেক্টর ৫২ এবং জর্জ ডকরেল অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছেন। ৫ চারে ৮২ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন টেক্টর। ৮৯ বলে ৯১ রান করা ডকরেলের ইনিংসটি ছিল ৭ চার ও ২ ছক্কায়। ওমানের হয়ে ২টি করে উইকেট নেন বিলাল খান ও ফায়াজ বাট।
লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে দলীয় ৯ রানেই জাতিন্দার সিংকে হারায় ওমান। দ্বিতীয় উইকেট জুটিতে ওমানকে টেনেছেন কাশাফ প্রজাপতি ও আকিব ইলিয়াস। হাফ সেঞ্চুরির পর ৫২ রানে আকিব ইলিয়াস আর কাশাফ সাজঘরে ফিরেছেন ৭২ রানে। অধিনায়ক জিসান মাকসুদ ৫৯ আর মোহাম্মদ নাদিম ৪৬ রান করে ওমানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৫৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন মাকসুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post