স্পোর্টস ডেস্কঃ আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। প্রায় ৩ বছর পর এই সংস্করণে দেশের হয়ে খেলার হাতছানি অভিজ্ঞ অলরাউন্ডারের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে ম্যাথিউজ ছাড়া ফিরেছেন একাধিক ক্রিকেটার।
নতুন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার অধীন এটিই প্রথম সিরিজ হতে যাচ্ছে শ্রীলঙ্কার। এর আগের অধিনায়ক দাসুন শানাকাকে অবশ্য দলে রাখা হয়েছে। তবে জায়গা হয়নি আভিষ্কা ফার্নান্ডো, নুয়ানিন্দু ফার্নান্ডো ও জানিত লিয়ানাগের। দলে জায়গা পাননি দুনিত ভেল্লালাগে, প্রমোদ মাদুশান ও লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কুসাল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধানাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিসাঙ্কা (ফিটনেসের ভিত্তিতে), মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশানকা, মাথিশা পাথিরানা, নুয়ান থুষারা, আকিলা ধনাঞ্জয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post