স্পোর্টস ডেস্ক:: সবাইকে চমকে দিয়ে আগেই বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছিলো উগান্ডা। কিন্তু শেষ মূহুর্তে এসে আইসিসির নির্দেশে সেই জার্সি বদলাতে হলো বিশ্বকাপে খেলতে আসা দলটিকে।
উগান্ডা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বকাপ জার্সির ডিজা্ইন করিয়ে ছিলো। উন্মুক্ত প্রতিযোগিতায় দেশটির ডিজাইনাররা জার্সির ডিজাইন করেন। সেখান থেকে সেরা তিনজন প্রতিযোগিকে বাছাই করে নেওয়া হয়। সেরা তিনজন থেকে পরবর্তীতে সেরা একজনের ডিজাইন বাছাই করে উগান্ডা।
বাছাইয়ে সেরা প্রতিযোগির ডিজাইনকৃত জার্সি উন্মোচনও করে দলটি। কিন্তুু এরপরই বেকে বসে আইসিসি। জানিয়ে দেয়, জার্সিতে স্পন্সরের লগো টিক মতো দেখা যাচ্ছে না। তাই বদলাতে হবে জার্সির ডিজাইন। ‘ক্রিকেট.কম.এইউ’-এর প্রতিবেদনে এসেছে, উগান্ডার বিশ্বকাপ জার্সির নকশায় আইসিসির নির্দেশনা মানা হয়নি। তাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জার্সির ডিজাইন বদলানোর নির্দেশ প্রদান করে।
গত মার্চে জার্সি ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ী হন এলিজাহ মাঙ্গেনি নামের এক ডিজাইনার।তার ডিজাইনে ছিলো দেশটির জাতীয় পাখি, ধূসর মুকুটযুক্ত সারসের প্রতিচ্ছবি। এরপর আইসিসি জার্সি থেকে পালকযুক্ত প্যাটার্নটি সরিয়ে দেওয়ার নির্দেশনা দেয়।
হঠাৎ বিশ্বকাপ জার্সির বদল দেখে সমর্থকেরা প্রশ্ন তুলেন। সমালোচনা শুরু হয়। এরপর উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি ডেনিস সংবাদ মাধ্যমকে বলেন, ‘আইসিসি নকশা পরিবর্তন করার কথা বলেছে। তবে আমাদের হাতে প্রয়োজনীয় পরিবর্তন আনার মতো যথেষ্ট সময় ছিল না। তাছাড়া বিজয়ীর নকশাটি পুরোপুরি বদলে দেওয়াও সম্ভব নয়। আমরা মূল নকশার মাত্র ২০ শতাংশ হারিয়েছি। বাকি নকশা একই আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post