স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে ফর্মের তুঙ্গে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতেই পেয়েছে জয়ের দেখা। নিজেদের সবশেষ ম্যাচে তারা হারিয়েছে তারকাখচিত উইন্ডিজকে। হারারে স্পোর্টস ক্লাবে ২৬৯ রান তাড়ায় নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের ইনিংস থামে ২৩৩ রানে। ফলে ৩৫ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচ শেষে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা জানান, ‘আমি ছেলেদের কাছে একমাত্র আশা করেছিলাম মাঠে নেমে লড়াই করা। পাশাপাশি আমি ওদেরকে আরও বেশি সাহস দেখানোর কথাও বলেছিলাম। আমরা যতক্ষণ পর্যন্ত সেটা করতে পারছি ততক্ষণ পর্যন্ত সেটাই আমাদের স্কিলের খেয়াল রাখবে। বিশ্ব সেরাদের থেকে আমরা খুব বেশি পিছিয়ে নেই। আমাদের পারফরম্যান্স সেটাই তুলে ধরে। আমাদের বোলিং আজ খুব ভালো হয়েছে।’
রাজা আরও বলেন, ‘যদিও আমরা ২০-৩০ রান কম করেছি, তারপরও বোলারদের ওপরে আমার ভরসা ছিল। তারা ম্যাচ বের করে এনেছে। এর জন্য দরকার সাহসের। শুধু দক্ষতা দিয়ে এ ধরণের ম্যাচ জেতা যায় না। সবমিলিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post