নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মনোনীত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ তাকে বোর্ড পরিচালক হিসেবে মনোনয়ন দেয় শুক্রবার সকালে। এরপর বিকালেই বোর্ড পরিচালকরা বৈঠকে বসে নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতেই ফারুক আহমদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া পরিষদের কোটায় ফারুক বিসিবি পরিচালক হয়েছিলেন, এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। এনএসসি তার পরিচালক মনোনয়ন বাতিল করলে সভাপতিত্বও হারান তিনি।
পরিচালকদের আজকের সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। বৃহস্পতিবার বিসিবির আট পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠি দেওয়া হয়।
এরপর বিসিবিতে আরেকটি চিঠি পাঠিয়ে এনএসসি জানায়, তাদের মনোনীত বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি ফারুকের স্থালাভিষিক্ত হবেন বোর্ড পরিচালক পদে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০