স্পোর্টস ডেস্ক:: একজন নাজমুল হাসান পাপন। তার সাথে জড়িয়ে আছে একাধিক প্রতিষ্ঠান। ক্রিকেট বোর্ডের সভাপতি, একটি সংসদীয় আসনের সংসদ সদস্য। বেশ কয়েকটা ব্যবসায়িক গ্রুপেরও কর্ণধার তিনি। আছে ঔষধ ব্যবসাও। সব মিলিয়ে নাজমুল হাসান পাপন খুবই ব্যস্ত একজন মানুস।
রাজনীতি, পারিবারিক ভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। তার মা আইভী রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনর জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। বাবা জিল্লুর রহমান সারাজীবন রাজনীতি করে গেছেন, ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রতিও। ব্যবসা, রাজনীতি সব সামলিয়ে ক্রিকেটও সামলাতে হয় পাপনকে।
কিন্তুু আর পারছেন না। ক্রিকেট বোর্ড তার সব সময় নিয়ে নিচ্ছে। অনেক সময় জরুরী মিটিংও পিছিয়ে দিচ্ছে। বিসিবি থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া টেস্ট জয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে নিজের এমন ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।
প্রচুর ব্যস্ত থাকেন জানিয়ে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি এবং করবো। এর বাইরেও আরও অন্তত ২০টা জায়গা আছে যেখানে আমাকে সময় দিতে হয়।’
বিসিবি তার সবটুকু সময় নিয়ে নিচ্ছে জানিয়ে নাজমুল হাসান আরো বলেন, ‘ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে। আজকেও আমার খুব জরুরি একটা মিটিং ছিল। কত জরুরি, সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু আমি জানিয়েছি খেলার মধ্যে আমি কোনোভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।’
সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে বিসিবি বস বলেন, ‘ক্রিকেট আমার সব সময় নিয়ে নিচ্ছে। আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। ক্রিকেটকে তো সময় দিলামই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post