স্পোর্টস ডেস্কঃ বিসিবির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। সব ঠিক থাকলে অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন। দেশের প্রথমসারির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তামিম। একই বিষয়ে প্রতিবেদন করেছে ক্রীড়াভিত্তিক ওয়েসবাইট ক্রিকবাজও।
সাক্ষাৎকারে তামিম বলেন, ‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে আসছি কি না—খুব ভালো সম্ভাবনা আছে। আমি নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর তো আমি হবোই।’
নির্বাচন জিতলে দুই কিংবা তিনটি বিষয়ে জোর দিতে চান তামিম ইকবাল। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানোতেই সর্বোচ্চ ফোকাস করতে চান সাবেক এই টাইগার অধিনায়ক। তামিম বলেন, ‘ আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর। আমি মনে করি, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। আপনার কাছে খেলোয়াড়, কোচ সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় বের করার অবকাঠামো নেই। যে খেলোয়াড়রা আছে, তাদের উন্নতির জন্য কোনো জায়গাও নেই।’
নির্বাচনে জিতলে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোতে মনোযোগ দিতে চান তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনাই শুনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে ওই সুযোগ-সুবিধা তৈরি করে দিতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য ঠিক থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০