স্পোর্টস ডেস্কঃ জোর গুঞ্জন চলে আসছিল সাম্প্রতিক সময়ে। তবে করিম বেনজেমা সেটি অস্বীকার করেন। তবে এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলেই আসলো। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা। চলতি মৌসুম শেষেই দুই পক্ষের পথ আলাদা হয়ে যাচ্ছে। নিজেদের ক্লাব ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
এই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ১৪ বছরের রিয়াল ও বেনজেমার সম্পর্কের সমাপ্তি হলো। এ মাসের শেষ হতেই বেনজেমার সাথে মাদ্রিদের চুক্তির মেয়াদও ফুরিয়ে যাবে। রিয়াল অধিনায়ক তখন ফ্রি এজেন্ট হয়ে যাবেন। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই এসব হয়েছে বলে জানিয়েছেন বেনজেমা।
এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও আমাদের অধিনায়ক করিম বেনজেমা এখানে খেলোয়াড় হিসেবে তার চমৎকার ও অবিস্মরণীয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে ক্লাবের ইতিহাসে কিংবদন্তির জায়গা করে নেওয়া বেনজেমাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে চায় রিয়াল মাদ্রিদ।’
২০০৯ সালে মাত্র ২১ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেনজেমা। শুরুতে সাদামাটা ফুটবলার থাকলেও, বিদায়বেলা তিনি একজন কিংবদন্তী। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩ গোল করেছেন। যা কিনা রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ফরাসি তারকার চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ সুপারস্টার ৪৫০ গোল করেছেন।
গোলের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও, আরও তিনটি জায়গায় সবার শীর্ষে বেনজেমা। রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ এসিস্টের রেকর্ড ১৬৫টি। রিয়াল মাদ্রিদের হয়ে পুরো ক্যারিয়ারে কোনো লাল কার্ড হজম করেননি। এছাড়া ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জেতা ফুটবলারও বেনজেমা। সব মিলিয়ে ২৫ বার শিরোপা জিতেছেন।
যেখানে আছে ৫টি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ, ৪টি করে উয়েফা সুপার কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং ৩টি কোপা ডেল রে। এছাড়া ব্যক্তিগতভাবে ক্লাবটিতে দারুণ পারফর্ম্যান্সের কারণেই ব্যালন ডি’অর, উয়েফা বর্ষসেরা ফুটবলারের মতো পুরষ্কার জিতেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post