স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অনুরোধ করেছিলো আরো কিছুদিন খেলে যাওয়ার। এখনি অবসর নেওয়ার জন্য বোর্ড কর্তারা বিরাট কোহলিকে অনুরোধ করেন। তবে বোর্ডের সেই অনুরোধ প্রত্যাখান করে বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত। টেেস্টে আর খেলবেন না ভাতরের জার্সিতে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তার আগে রোহিত শর্মাও টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ভারতীয় টেস্ট দল এক সঙ্গে দুই বড় তারকাকে হারাল স্কোয়াড থেকে। রোহিত গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। আজ দিলেন কোহলি।
বিদায়ী পোস্টে বিরাট কোহলি লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’’
টেস্ট ক্রিকেটের ছোট ছোট স্মৃতিগুলো সারাজীবন মনে থাকবে জানিয়ে কোহলি লিখেন, ‘‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’
ভারতের জার্সিতে সাদা পোশাকে কোহলি ১২৩টি ম্যাচ খেলেছেন। করেছেন ৯ হাজার ২৩০ রান। টেস্টে তার ব্যাটিং গড় ৪৬.৮৫। ৩০টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩১টি হাফ সেঞ্চুরি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০