স্পোর্টস ডেস্ক:: আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালে আম্পায়ারদের অনুমতি ছাড়া হাতে কোনো প্রকার স্প্রে করতে পারবেন বোলাররা। অ্যাশেজ চলাকালে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী লুকিয়ে হাতে স্প্রে করে ছিলেন। টিভি ক্যামেরায় দৃশ্যটা ধরার পর শাস্তি পেলেন এই ক্রিকেটার।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি হিসেবে আর্থিক জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন মঈনকে। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারে। এসময় বাউন্ডারি লাইনে দাঁড়ানো মঈন আলী বাম হাতে আঙুলে ড্রাইং এজেন্ট স্প্রে করেছিলেন। যা দ্রুত হাত শুকানোর কাজে ব্যবহার করা হয়।
হাতে ওই স্প্রে করার পর মঈন আলী বোলিং করেন ওই হাত দিয়েই। বোলিং করার আগে ভেজা হাত শুকিয়ে নেওয়ায় আইসিসির আচরণবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন তিনি। মূলত বিশেষ প্রয়োজন পড়লে আম্পায়ারের অনুমতি নিয়ে এমনটা করা যায়। তবে মঈন আলী আম্পায়ারের অনুমতি নেননি।
টিভি রিপ্লেতে বিষয়টি দেখে দুই ফিল্ড আম্পায়ার এহসান রাজা ও ম্যারাইস এরাসমাস, তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী ম্যাচ রেফারির কাছে অভিযোগ আনেন। মঈন আলী অভিযোগ স্বীকার করে নেওয়াতে আনুষ্ঠানিক শুনানীর প্রয়োজন পড়েনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post