নিজস্ব প্রতিবেদকঃ আঙ্গুলের চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টিতে মরিয়া সাকিব আল হাসান। এজন্য শুরু করেছেন বোলিং অনুশীলন। চোটের কারণে আপাতত আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টে খেলতে পারছেন না তিনি। তবে আগামী মাসে আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার মিরপুরের ইনডোরে বোলিং করেছেন সাকিব। এই অলরাউন্ডারের সঙ্গী ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। লঙ্কান এই স্পিনার সাকিবকে দেখিয়ে দিচ্ছিলেন বোলিংয়ে আবার ফিরে আসার কৌশল। যদিও ব্যাট হাতে এখনো অনুশীলনে ফেরেন তারকা এই ক্রিকেটার।
এর আগে আজ দিনের শুরুতে মিরপুরের একাডেমী মাঠে রানিং অনুশীলন করেন সাকিব। এ সময় ট্রেনার ইফতেখার ইফতি ছিলেন তার সঙ্গে। এরপর ইনডোরে বোলিং অনুশীলনের সময় ছিলেন জুলিয়ান ক্যালেফাতেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post