স্পোর্টস ডেস্কঃ নারীদের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে শিরোপা লড়াইয়ের শেষ ধাপে পৌঁছেছে টাইগ্রেসরা। ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন নাহিদা আক্তার।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। দলের শুরুটা একেবারেই ভালো ছিল না। একেবারে প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে বসে দল। নিয়মিত বিরতিতে আরও চারটি উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা।
এর মাঝে লোয়ার অর্ডারে সাত নম্বরে নামা রাবেয়া খাতুন ও আটে নামা নাহিদা আক্তার কিছুটা রান তুলে বাংলাদেশকে স্বস্তি এনে দেন। এই দুজনই কেবল ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পেরেছেন। রাবেয়া ২০ বলে ১০ রান করেছেন। ১৬ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ২১ রান করেন নাহিদা আক্তার। নাহিদার ব্যাটেই লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা।
পাকিস্তানকে হারানোর কৃতিত্ব মিডল অর্ডারকে দিলেন বাংলাদেশ অধিনায়ক লতা মন্ডল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচের শুরুতে আমাদের ব্যাটারদের একটু সংগ্রাম করতে হয়েছে। তবে মিডল অর্ডার ব্যাটাররা সুন্দরভাবে ইনিংসটা সাজিয়েছে। এমনকি আমাদের বোলাররা খুবই ভালো বল করেছে। যে কারণে ফল এসেছে। কালকে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ। সবাই দোয়া করবেন যেন, আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা নিতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post