স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করেছে বাংলাদেশ নারী দল। শনিবার আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রান করেছে টাইগ্রেসরা। মুরশিদা খাতুনের ক্যারিয়ার সেরা ৯১ রানের অপরাজিত ইনিংসে এ বড় পুঁজি পায় বাংলাদেশ। দেশের নারী ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এটি।
রান তাড়ায় স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। দলীয় ৯ রানে ২ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। তাদেরকে প্রথম ধাক্কা দেন সুলতানা আক্তার। প্রোটিয়া ওপেনার লাউরা উলভার্টড ফেরেন নিগার সুলতানা জ্যোতির হাতে ক্যাচ দিয়ে। ৬ বলে ৫ রান করেন তিনি। এরপর পেসার মারুফা আক্তারের বলে সাজঘরের পথ ধরেন তাজমিন ব্রিটস। ৫ বলে ৪ রান করেন তিনি। উইকেটে এখন অ্যানেকে বোচ ও সুনে লুস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক নারীদের সংগ্রহ ২ উইকেটে ১৯ রান।
এর আগে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। ভালো শুরু করেন দুই ওপেনার শামীমা সুলতানা আর ফারজানা হক। ১৪.২ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তুলে দেন ৬৬ রান। ৩৪ করে শামীমা আউট হলে ভাঙে এই জুটি। ত্রিশের ঘরে আটকা পড়েন ফারজানা হক (৩৫) আর নিগার সুলতানা (৩৮)। তবে বাংলাদেশ বেশ স্বস্তিতেই এগিয়েছে। সফরকারী দল ১১০ রানে দ্বিতীয় আর ১৯০ রানে হারায় তৃতীয় উইকেট।
মুর্শিদা খাতুন ফারজানার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪, নিগার সুলতানার সঙ্গে তৃতীয় উইকেটে ৮০ আর স্বর্ণা আক্তারের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন আরও ৫৯ রান। শেষ পর্যন্ত ১০০ বল খেলে ১২ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা। স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ২৮ বলে ২৭ রানে। প্রোটিয়া নারীদের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন তিন বোলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post