নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাঠে হার দিয়ে বিপিএল শুরু, হার দিয়েই শেষ করল সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হারল স্বাগতিকরা। রংপুরের ১৬২ রানের জবাবে মাত্র ৮৫ রানেই গুঁটিয়ে গেছে সিলেটের ইনিংস।
দলের অর্ধেকের বেশি রান একাই করেছেন রায়ান বার্ল। ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক হার সিলেটের। একইসাথে এবারের বিপিএলে দ্বিতীয় সর্বনিম্ন রানের স্কোর স্ট্রাইকার্সদের।
১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। মাত্র ১৪ রানেই টপ অর্ডারের তিন উইকেট নেই। আরও একবার ব্যর্থ নাজমুল শান্ত। হ্যারি টেক্টর রান পাননি, রান পাননি জাকির হাসানও। মিডল অর্ডারে শামসুর রহমান শুভ, মোহাম্মদ মিঠুন, সামিত প্যাটেলরা রান করতে পারেননি। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ৮৫ রানে অলআউট হয়েছে দল।
এক প্রান্তে দলকে আগলে রেখে একাই ৩২ বলে ৩টি করে চার ও ছয়ের মারে ৪৩ রান করেন রায়ান বার্ল। এর বাইরে একজন কেবল ব্যক্তিগত রান দুই অঙ্কে নিতে পেরেছেন। আর বাকিরা আটকে গেছে সিঙ্গেল ডিজিটেই।
রংপুরের হয়ে শেখ মেহেদী ৩ ওভারে ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। ২.৫ ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন নবি। সাকিব ৪ ওভারে ১ মেইডেনসহ ১৮ রান খরচায় ২ উইকেট লাভ করেছেন।
এর আগে বাবর আজম ও নুরুল হাসান সোহানের ব্যাটে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ফিরেন ব্রেন্ডন কিং। আরও একবার ব্যর্থতার পরিচয় দেন এই ক্যারিবিয়ান তারকা। মাত্র ১ রান করে ফিরেন প্যাভিলিয়নে। এরপর ফজলে রাব্বিকে সাথে নিয়ে ৫১ রানের জুটি গড়েন বাবর আজম।
২১ বলে ১ বাউন্ডারিতে ১৭ রানের ওয়ানডেসুলভ ইনিংসে রাব্বি ফিরলে ভাঙে সেই জুটি। এরপর উইকেটে এসে গোল্ডেন ডাকের দেখা পান সাকিব আল হাসান। দলের রান ৯০’র কোটা পার করার আগে ফিরে যান বাবর আজমও। তবে এর আগে খেলে যান ৩৭ বলে ৭ বাউন্ডারিতে ৪৭ রানের ইনিংস।
এরপর আজমতউল্লাহ ওমরজাইকে সাথে নিয়ে অধিনায়ক নুরুল হাসান সোহান জুটি গড়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও শেষ পর্যন্ত বেশি দূর যেতে পারেনি সেই জুটি। ২২ রানের ক্যামিও খেলা ওমরজাইয়ের বিদায়ের ভাঙে জুটিটি।
এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্বক ব্যাটিং করা সোহান ফিফটি মিস করার আগে ফিরেন ড্রেসিং রুমে। ৩০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৬ রান করে যান সোহান। শামীম পাটোয়ারির ১০ রানের ইনিংস শেষ দিকে রংপুরকে ১৬০’র কোটা পার করতে সহায়তা করে।
সিলেটের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ২ উইকেট শিকার করেন সামিত প্যাটেল। ৩ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট লাভ করেন হ্যারি টেক্টর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post