স্পোর্টস ডেস্ক:: সাকিবের সময়টা বেশ খারাপ যাচ্ছে। ব্যাটে-বলে ব্যর্থ এই অলরাউন্ডার এবার পেলেন দুঃসংবাদ। আইসিসির টি-২০ অলরাউন্ডার র্যাংকিংয়ে সবার উপরে থেকে শুরু করে ছিলেন বিশ্বকাপ, বিশ্ব সেরাদের হয়ে নেমে ছিলেন মাঠে, ব্যর্থতার দায়ে এক ধাক্কায় নেমে গেছেন পাঁচে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-২০’র অলরাউন্ডারদের র্যাংকিং প্রকাশ করেছে। যেখানে সাকিব এক থেকে নেমে গেছেন। তার অবস্থান এখন পাঁচে। বাংলাদেশের হয়ৈ বিশ্বকাপে দুই ম্যাচে আলো ছড়াতে পারেননি তিনি। হয়েছেন ব্যর্থ।
বাংলাদেশের তারকা বাঁহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে এটি এক যুগের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিং। আজ বুধবার আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে তার বর্তমান রেটিং পয়েন্ট ২০৮। ব্যাট হাতে বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রান করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন মাত্র ৩ রান। উইকেটের খাতা এখনো খুলতে পারেননি তিনি।
আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস দারুণ পারফর্মে উন্নতি করেছেন র্যাংকিংয়ে। টি-২০’র অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে নবী সবার শীর্ষে উঠেছেন।২৩১ রেটিং পয়েন্টে তার। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা নেমেছেন তিন নম্বরে। তার রেটিং পয়েন্ট ২১৬। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো চার নম্বরে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post