স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলকে হারিয়ে দিলো সেনেগাল। সাদিও মানের দল এক হালি গোল দিয়েছে ভিনিসিউস জুনিয়রদের জালে। ফিফা প্রীতি ম্যাচে সেনেগালের কাছে ৪-২ ব্যবধানে হারতে হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
গিনির বিপক্ষে জয়ের পরের ম্যাচেই সেনেগালের কাছে বিধ্বস্ত হলো ব্রাজিলিয়ানরা। ছয় গোলের ম্যাচে প্রথমার্ধে এসেছে দুই গোল। তাতে দু’দলই গোল পেয়েছে একটি করে। বিরতির পরই সেনেগাল হয়ে উঠে ভয়ঙ্কর। ব্রাজিলের জালে সাদিও মানে দু’বার বল পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন।
দ্বিতীয়ার্ধে সেনেগালের জালে এক গোল দিয়ে ব্রাজিল হজম করে আরো তিন গোল। সেলেসাওরা নিজেদের জালে নিজেরাই বল জড়ায় একবার। তাতেই সেনেগালের ৪-২ গোলের রোমাঞ্চকর এক জয় নিশ্চিত হয়।
ম্যাচের শুরুতেই লুকাস পাকেতার গোলে লিড নেয় ব্রাজিল। ১১তম মিনিটে তার গোলেই ১-০ গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে নেওয়া এই লিড অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। মিনিট দশেক পরেই হাবিব দিয়ালোর গোলে সমতায় ফেরে সেনেগাল। ২১তম মিনিটেই স্কোর লাইন ১-১ করেন এই স্ট্রাইকার।
প্রথমার্ধে ব্রাজিল-সেনেগালের কেউই আর লিড বাড়াতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোল আদায়ে ব্যর্থ হয় তারা। ১-১ গোলের সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পরপরই ব্রাজিল নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারে। ম্যাচের ৫২তম মিনিটে ডিফেন্ডার মারকুইনহোস নিজেদের জালেই বল জড়ান। তাতেই সেনেগাল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। মিনিট ছয়েক পরেই প্রায়শ্চিত করেন এই ডিফেন্ডার। ম্যাচের ৫৮তম মিনিটে গোল করেন তিনি। তবে তার আগেই ম্যাচের ৫৫তম মিনিটে সাদিও মানে ব্রাজিলের জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করে ফেলেন। ৫৮তম মিনিটে মারকুইনহোস গোল করে ব্যবধান কমান ৩-২ গোলের।
এগিয়ে থাকা জ্বলে উঠেন সেনেগালের সেরা তারকা সাদিও মানে। তার জোড়া গোলেই অবিস্মরণীয় জয় পায় দল। প্রথমবারের মতো ব্রাজিলকে হারায় সেনেগাল। ম্যাচের যোগ করা সময়ে জোড়া গোল পূর্ণ করেন তিনি। ৯৭তম মিনিটে তার গোলেই সেনেগালের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post