নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের লড়াইয়ে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পেয়েছে চট্টগ্রাম। ফিফটি হাঁকিয়েছেন টম ব্রুস। অভিষেক ম্যাচ খেলতে নেমে রান পেয়েছেন জশ ব্রাউনও।
জিততে হলে তারকাবহুল বরিশালকে করতে হবে ১৪৬ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ রানের উদ্বোধনী জুটি পায় চট্টগ্রাম। এরপর ১০ রান করা তানজিদ তামিমের বিদায়ে সেই জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে ৩২ রানের জুটি গড়েন ব্রাউন ও ব্রুস। বিপিএলে নিজের অভিষেকের দিনে ২৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে ফিরেন অস্ট্রেলিয়ার ব্রাউন।
পরবর্তীতে এক প্রান্ত আগলে ধরে ইনিংসকে এগিয়ে নিয়ে যান টম ব্রুস। মাঝে শাহদাত দিপু, নজিবুল্লাহ জাদরান, সৈকত আলিরা আসা-যাওয়ার মধ্যে থাকেন। ব্রুসের ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং পুঁজি পায় চট্টগ্রাম। ৪০ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ব্রুস অপরাজিত থাকেন ৫০ রান করে।
বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান ২টি উইকেট শিকার করেছেন সর্বোচ্চ। প্রায় ৯ মাস পর ক্রিকেটে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ১ উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post